শিরোনাম
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পঞ্চগড়ে ৪০ পুকুরে গলদা চিংড়ির চাষ

সরকার হায়দার, পঞ্চগড়

পঞ্চগড়ে ৪০ পুকুরে গলদা চিংড়ির চাষ

পুকুরে চাষ করা চিংড়ি -বাংলাদেশ প্রতিদিন

পঞ্চগড়ে অনেক চাষি পুকুরে গলদা চিংড়ির চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন। অন্যান্য মাছের সঙ্গে মিশ্র মাছ চাষের মাধ্যমে গলদা চিংড়ি চাষ করা যায় বলে মাছ চাষিরা আগ্রহী হয়ে উঠছেন গলদা চাষে। বর্তমানে জেলার ৪০টির অধিক পুকুরে গলদা চিংড়ি চাষ হচ্ছে। জানা গেছে, ২০১১ সালে এই জেলায় প্রথম পরীক্ষামূলক গলদা চিংড়ি চাষ শুরু করা হয়। বর্তমানে জেলার পাঁচ উপজেলায় অর্ধশতাধিক চাষি তাদের পুকুরে গলদা চিংড়ি চাষ শুরু করেছেন।

মৎস্যচাষিরা জানিয়েছেন মিঠাপানির পুকুরে কার্প ও গলদা চিংড়ির মিশ্র চাষ করে সাফল্য পেয়েছেন তারা। জেলার বোদা উপজেলা সদরের হ্যাচারি ও পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করে মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ করেন চাষিরা। চিংড়ি চাষে বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। অন্যান্য কার্পজাতীয় মাছের সঙ্গে চিংড়ি সহজে মিশ্রভাবে চাষ করা যায়। খাদ্যের ক্ষেত্রেও বিশেষ কোনো পার্থক্য নেই। জেলার তেঁতুলিয়া উপজেলার চিংড়ি চাষি সরদার আবতাব উদ্দীন বলেন, ‘২০১১ সালে পরীক্ষামূলকভাবে পুকুরে গলদা চিংড়ির চাষ শুরু করি। বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে একাধিক পুকুরে এই মাছ চাষ করছি। মাছচাষি শাহাজান আলীসহ অন্য চাষিরা জানান, পুকুরের প্রতি শতকে মিশ্র মাছ চাষে প্রায় হাজার খানেক এবং একক চাষে প্রায় ৪ হাজার পোনা ছাড়া যায়। ৫/৬ মাসের মধ্যে প্রতিটি চিংড়ি ১৫০ থেকে ২০০ গ্রাম ওজন হয়। বাজারে এই চিংড়ি ৭শ থেকে ৮শ টাকা কেজি বিক্রি হয়।  জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গলদা চিংড়ি সাড়া বছর প্রজননে সক্ষম হলেও জুলাই থেকে ডিসেম্বর মাসই গলদার প্রধান প্রজননের সময়। পোনা ছাড়ার সময় প্রত্যেকটি পোনা ৮ থেকে ৯  টাকা দরে কিনতে হয় চাষিদের। অবশ্য জেলা মৎস্য অফিস ৫ টাকা দরে এবার চাষিদের মাঝে পোনা বিতরণ করেছে। গলদা চিংড়ি পাঁচ-ছয় মাসের মধ্যেই পরিপক্ব হয়। ছয় মাসের মধ্যে এদের  ওজন ১২০ থেকে ১৪০ গ্রাম পর্যন্ত হয়। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলা মৎস্য অফিস চাষিদের গলদা চিংড়ি চাষে নানা উদ্যোগ নিয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম জানান, পরীক্ষামূলকভাবে গলদা চিংড়ি চাষে যে সফলতা অর্জিত হয়েছে আশা করি, দ্রুত জেলার প্রত্যেক মৎস্যচাষির মধ্যে বিস্তার লাভ করবে।

সর্বশেষ খবর