শিরোনাম
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মাধবদীতে প্রকৌশলী লাঞ্ছিত, কক্ষ ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে সরকারের উন্নয়ন কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় প্রকৌশলীকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগ নেতা-কর্মী ও তাদের সমর্থকরা। এ সময় পৌরসভায় নির্বাহী প্রকৌশলীর কক্ষে ভাঙচুর চালানো হয়। হামলায় আহত হন পৌরসভার আরও চার-পাঁচজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথম দফা ও বিকাল সাড়ে ৩টার দিকে দ্বিতীয় দফায় মাধবদী পৌরসভায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বেধড়ক পিটুনিতে আহত হন মাধবদী পৌরসভার সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম। গুরুতর আহতাবস্থায় তাকে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে  থানায় অভিযোগ দায়ের করেন। প্রকৌশলীকে লাঞ্ছিত ও পৌরসভায় ভাঙচুর চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মাধবদী পৌর মেয়র ইলিয়াস। 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান জুয়েল মাধবদী শহর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি মাধবদী নূরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী আলাউদ্দিন আজাদের ছেলে। অভিযোগের বিষয়ে জুয়েল বলেন, এটা নিছক ভুল বোঝাবুঝি। সহকারী প্রকৌশলীর সঙ্গে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। হামলা, ভাঙচুর ও মারধরের কোনো ঘটনা ঘটেনি। 

সর্বশেষ খবর