শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চিকিৎসক নোমানকে খাগড়াছড়িতে বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চিকিৎসক নোমানকে খাগড়াছড়িতে বদলি

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. নোমান মিয়াকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। ১৮ চিকিৎসকের কক্সবাজার ভ্রমণের খরচ মেটানোর জন্য স্থানীয় বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছ থেকে চাঁদা আদায় করার দায়ে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। বুধবার সন্ধ্যায় তিনি বদলির আদেশ পেয়েছেন। ১০ দিনের মধ্যে নির্দেশিত স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে হবে। মঙ্গলবার থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সপ্তাহে প্রতিদিন চিকিৎসক ভিজিটের সুযোগ রহিত করা হয়।

ইউএইচও স্বাক্ষরিত এক লিখিত নোটিসে সপ্তাহে মাত্র দুইদিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালে প্রবেশের বিষয়টি জানিয়ে দেওয়া দেয়।

উল্লেখ্য, বুধবার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিৎসক তাদের পরিবার-পরিজন নিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে চাঁদা আদায় করে কক্সবাজারে ভ্রমণে যান।

সর্বশেষ খবর