শিরোনাম
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘দুর্নীতির বিরুদ্ধে সন্তানের ভূমিকা রাখতে হবে’

নরসিংদী প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (বিশেষ অনুঃ ও তদন্ত) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমএইচ সালাহ্উদ্দিন বলেছেন, প্রতিটি পরিবারে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বিশেষ ভূমিকা পালন করতে পারলে তাড়াতাড়ি দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে। সন্তানরা যদি বাবার অবৈধ উপার্জনের বিরুদ্ধে কথা বলতে পারে সেই বাবা অসৎ পথে রোজগারের পথ থেকে সরে দাঁড়াবেন। পরিবারের প্রধানদেরও তাদের সন্তানদের প্রতি সুন্দর ভূমিকা থাকতে হবে। তিনি গতকাল নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাজী আবেদ আলী ডিগ্রি কলেজ ও ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাছিম আনোয়ার ও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোজাহের আলী সরদার।

সর্বশেষ খবর