শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

১১ সাংবাদিকের নামে ফেসবুকে বিষোদগার, গ্রেফতার ১

শেরপুর প্রতিনিধি

শেরপুর প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ কর্মকর্তা ও স্থানীয় দৈনিক তথ্যধারা সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে বিষোদগারের অভিযোগে গতকাল সকালে সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মামলার আসামি কথিত সাংবাদিক ছামিদুল ইসলাম জীবনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার মুন্সিরচর গ্রামের মৃত সাত্তার মণ্ডলের ছেলে। শহরের বটতলা থেকে জীবনকে গ্রেফতার করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোমিনুল ইসলাম রবিবার (কাল) রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও প্রেসক্লাব সূত্রে জানা গেছে, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ ১১ কর্মকর্তা এবং স্থানীয় দৈনিক তথ্যধারা সম্পাদক জাহাঙ্গীর আলম খান এটম সম্পর্কে কথিত সাংবাদিক ছামিদুল ইসলাম জীবন বৃহস্পতিবার ফেসবুক স্ট্যাটাসে নগ্নভাবে বিষোদগার করেন। এ ঘটনায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ছামিদুল ইসলাম জীবন ও অজ্ঞাত পাঁচ-ছয় জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজার রহমান অভিযান চালিয়ে জীবনকে গ্রেফতার করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, ফেসবুকে কটূক্তির অভিযোগে একটি মামলা হয়েছে।

সর্বশেষ খবর