রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রোগীরা সম্মানিত অতিথি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রোগীরা সম্মানিত অতিথি

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে টেবিলে দুই পা তুলে বসে আছেন ইন্টার্ন চিকিৎসক - বাংলাদেশ প্রতিদিন

‘রোগীরা আমাদের সম্মানিত অতিথি, তাদের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য পরিচালক।’ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দেয়ালে সাঁটানো এমন নীতি কথার মিল পান না সেবাগ্রহীতারা। উল্টো রোগীদের তুচ্ছতাচ্ছিল্য করা, অফিস কক্ষে বসে গালগপ্প করা এমনকি অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগও উঠছে এই হাসপাতালে। প্রতিবাদ করলে স্বজনদের মারধর, পুলিশে সোপর্দ, কথায় কথায় ধর্মঘট যেন নিয়মে পরিণত হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের। গত বুধবার রাতে সরেজমিন দেখা যায়, হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন-২ বিভাগের সহকারী রেজিস্ট্রারের ডি-৩০১ নম্বর অফিস কক্ষের টেবিলে দুই পা তুলে বসে ছিলেন ইন্টার্ন চিকিৎসক অভিষেক এবং তার সহকর্মী। ছবি তুলতে গেলে তেড়ে আসেন তারা। এ প্রতিবেদককে তাদের কক্ষে আটকে রাখার চেষ্টাও করেন। বিষয়টি তাৎক্ষণিক হাসপাতালের পরিচালককে ফোন করে জানালে সটকে পড়েন তারা। হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নিজামউদ্দিন ফারুক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর