শিরোনাম
রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

শান্তি চুক্তির পর পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে’

খাগড়াছড়িতে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শফিকুর রহমান বলেছেন, পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে। তিনি এই উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ‘মহালছড়ি দিবস’ উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি ডিগ্রি কলেজ মাঠে ও টাউন হলে স্বাস্থ্যসেবার ওপর প্রশিক্ষণের সমাপনী দিনে পৃথক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য দেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার স.ম মাহবুব-উল-আলম, জেলা পরিষদ চেয়ারম্যান কংজ্যরি চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন তোফায়েল আহম্মেদ, এটিএম কায়সার, হুমায়ন কবির, নাছিরসহ সামরিক-বেসামরিক কর্মকতারা।- খাগড়াছড়ি প্রতিনিধি

 

ভাইয়ের লাশ দেখে বোনের মৃত্যু

শেরপুর জেলা বিএনপি নেতা সাবেক পিপি অ্যাড. আব্দুল মজিদ বাদলের বড় ভাই আব্দুল মোতালেব (৬৫) শুক্রবার রাতে মৃত্যুবরণ করে। মোতালেবের একমাত্র বোন ফাতেমা খাতুন জীবন (৬৬) গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শহরের বাগরাকসা বাসস্ট্যান্ড এলাকার বাসায় মৃত ভাইকে দেখতে যান। ভাইয়ের লাশ দেখে ‘ভাই গো বলে’ চিৎকার দেওয়ার পর ঘটনাস্থলেই মারা যান জীবন। গতকাল বাদ জহুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মোতালেবের লাশ। বোন জীবনের জানাজা ও দাফন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল বাদ এশা। ভাইয়ের শোকে একমাত্র বোনের এ মৃত্যুতে আব্দুল মজিদ বাদলের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়। - শেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর