সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

উখিয়ায় শিশু পীর

উখিয়া প্রতিনিধি

উখিয়ায় শিশু পীর

পানি পড়া নিতে দীর্ঘ লাইন - বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজারের উখিয়ায় চার বছরের শিশু মোহাম্মদ আবদুর রাজ্জাক। এই বয়সেই তার বাড়িতে শত শত লোকের ভিড়। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন এলাকার যুবকরা।

সরজমিনে দেখা গেছে, উখিয়ার তুলাতলী পূর্বকুল এলাকার আলী হোছনের চার বছরের শিশুপুত্র মোহাম্মদ আবদুর রাজ্জাক। শিশুটি একটি চেয়ারে বসে আগত দর্শনার্থীদের রোগ নিরাময়ের জন্য পানি ও তেলপরা দিচ্ছে। শিশুটির বাবা ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি অলৌকিকভাবে গত এক মাস ধরে তেল, পিয়াজ, কাছিম পরা দিচ্ছে। এ বাবদ সে কোন টাকা পয়সা নিচ্ছে না। তবে কেউ স্বইচ্ছায় টাকা-পয়সা দিলে তা ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিবদের দান করা হয়। রাজশাহী থেকে আসা নিশিদা বেগম জানান, তিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু ভাল হয়নি। লোকমুখে শুনে তিনি শিশু ফকিরের বাড়িতে এসেছেন। এখন তিনি অনেকটা সুস্থ। এ সময় সোনারপাড়া নিদানিয়া গ্রামের বৃদ্ধ আলী হোছন জানান, তিনি দীর্ঘদিন চোখে ঝাপসা দেখতেন। শিশু ফকিরের তেলপরা চোখে মেখে তিনি এখন ভাল দেখেন। রত্নপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী জানান, শিশু ফকিরের পানি ও তেলপরা নিতে প্রতিনিয়ত অসংখ্য লোক সেখানে ভিড় করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর