সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জমি হারানোর আতঙ্কে ৩০০ পরিবার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি। প্রশাসনের হেয়ালিপনার কারণে এ উপজেলার প্রায় ৩০০ পরিবার জমি হারানোর ঝুঁকিতে পড়েছে। এসব পরিবারের দিন কাটছে আতঙ্কে।

জানা গেছে, ঝিনাইগাতি উপজেলায় খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির পরিমাণ পাঁচ হাজার ৯৪৮.২৭ একর। এসব জমি শত শত বছর ধরে জনগণ ভোগ করে আসছে। জমিগুলো খ তফসিলভুক্ত হওয়ায় জমির মালিক হওয়া সত্তে¡ও তাদের নামে খারিজ হচ্ছিল না। ফলে এ জমিগুলো কেনা-বেচা করা যাচ্ছিল না। স্বাধীনতার পর থেকে এ অর্পিত সম্পত্তির দখল ও প্রয়োজনীয় কাগজ থাকলেও জমির খারিজ না পাওয়া নিয়ে ভুক্তভোগীরা নানা সমস্যায় পড়েন। এ অবস্থায় সরকার ২০১৩ সালের নভেম্বরে প্রজ্ঞাপন জারি করে জমির মালিকদের সংশ্লিষ্ট তহশিল অফিসে খারিজের জন্য আবেদন করতে বলে। আদেশমত পৌনে তিনশ’ লোক জমির খারিজ পেতে কাগজপত্রসহ আবেদন করেন। কিন্তু নানা টালবাহানায় ফেলে রাখা হয় আবেদনগুলো। খারিজ দেওয়ার নাম করে আবেদনকারীদের কাছ থেকে সংশ্লিষ্টরা হাতিয়ে নেন হাজার হাজার টাকা। একপর্যায়ে এসিল্যান্ডের দায়িত্বে থাকা ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক সাতজনের আবেদন মঞ্জুর করে বাকি আবেদন নামঞ্জুর করে দেন। জমির খারিজ না হলে খ তফসিলভুক্ত জমিগুলো সরকার নিয়ে নেবে। আবেদন নামঞ্জুর হওয়া জমির মালিকরা এখন প্রতিনিয়ত থাকেন জমি হারানোর আতঙ্কে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদনের সঙ্গে থাকা কাগজপত্রের বিষয়ে মতামত দেওয়ার দায়িত্ব তহশিল অফিসের। এই মতামতের ওপর ভিত্তি করে এসিল্যান্ড সিদ্ধান্ত দেন। ইউএনও তহশিল অফিসকে চাপ দিয়ে আবেদনগুলোর ব্যাপারে নেতিবাচক লিখিয়ে নিয়ে জমির খারিজ নামঞ্জুর করেন। আবেদনকারীদের দাবি, কাগজপত্র সঠিক দেওয়ার পরও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এর প্রতিবাদ ও আবেদন পুনঃবিবেচনার জন্য গত ১৫ অক্টোবর উপজেলা অফিসের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীসহ সরকারের নানা দফতরে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। স্মারকলিপিতে জানানো হয়, অর্পিত সম্পত্তি অবমুক্তির নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত এর প্রতিকার চেয়েছেন। এদিকে মানববন্ধনের দুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হয়ে চলে গেছেন। এ ব্যাপারে জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর তৌছিক আহাম্মদ বলেন, আবেদনকারীদের পুনরায় জেলা প্রশাসক বরাবর আবেদন করার পরামর্শ দেন।

সর্বশেষ খবর