সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাগেরহাটে ব্যবসায়ী হত্যা : ৩ চরমপন্থির যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ব্যবসায়ী তুষার মোড়ল (২৮) হত্যা মামলায় চরমপন্থি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয়। বাগেরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান গতকাল এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ইমামুল ইসলাম ওরফে লিটন, কাশেম সেখ ও লিয়াকত সেখ। এদের মধ্যে ইমামুল ও কাশেম পলাতক। মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২ সেপ্টেম্বর রাতে ফকিরহাট উপজেলার মানসা বাজারের একটি দোকানে চা পান করছিলেন মৌভোগ গ্রামের জিন্নাহ মোড়লের ছেলে চিড়ি ঘের ব্যবসায়ী তুষার। এ সময় দণ্ডপ্রাপ্তরাসহ ১৫/২০ জন তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পর দিন নিহতের ভাই আজাহার ফকিরহাট থানায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ১৯৯৭ সালের ৫ অক্টোবর তৎকালীন ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমান ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ খবর