সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় হামলা, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও তিনজনকে মারধর করেছে। উপজেলার চরমোহনপুর দাসপাড়ায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মারধরে আহত অনিতা, ঝুমুর ও অজিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অজিতের বাবা ভজন চন্দ  জানান, তার ভাগিনার স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে সুমন ও মোহন। শনিবার রাতে ভাগিনার ঘরে ঢিল ছোঁড়ে সুমন। অজিত প্রতিবাদ করলে তাকে মারপিট করা হয়। এ সময় ঝুমুর ও অনিতা এগিয়ে এলে সুমন, তার বাবা, ভাই ও মা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা এবং বাড়িঘর ভাঙচুর করে। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, রাতে ঘটনাস্থলে গেলে আহতরা কেউ ইভ জিটিংয়ের বিষয়টি জানাননি। ওই সময় বলেছিলেন, একটি সাপ মারাকে কেন্দ  করে এ ঘটনা ঘটেছে। সকালে শুনি ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় মারপিট ও বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর