সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

বাজারে অগ্নিকাণ্ড ২৩ দোকান ছাই

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার কুটি বাজারে শনিবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, বাজারের অমূল্য সাহার মুদি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে যায় ২৩টি দোকান। - ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

মেহেরপুরে যুব মহিলা লীগের কমিটি

বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের মেহেরপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সামিউন বাশিরা পলিকে সভানেত্রী, রুত শোভা মণ্ডলকে সাধারণ সম্পাদিকা করে ৭১ সদস্যবিশিষ্ট  জেলা কমিটি ঘোষণা করা হয়। গতকাল মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক সামিউন বাশিরা পলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।  বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার, সাধারণ সম্পদক অপু উকিল।- মেহেরপুর প্রতিনিধি

 

বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনার

‘দেশের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই শ্লোগান নিয়ে মাগুরার প্রত্যন্ত গ্রাম জগদলে প্রথমবারের মতো অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনার গতকাল শেষ হয়েছে। অন্বেষণ বিজ্ঞান ক্লাবের আয়োজনে সদর উপজেলার সম্মিলনী কলেজে প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম। প্রদর্শনী ও সেমিনারে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের ছাত্র-ছাত্রীরা অংশ নেন। মাগুরা প্রতিনিধি

 

পাল্টাপাল্টি কমিটি

কুমিল্লার দাউদকান্দি পৌর বিএনপির তৃণমূল নেতাদের মতামত না নিয়ে ঢাকায় বসে জনৈক নেতা পকেট কমিটি গঠন করায় অপরপক্ষও পাল্টা কমিটি গঠন করেছে। এ নিয়ে বিএনপি দুই পক্ষের মধ্যে দ্ব›দ্ব দেখা দেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক কমিটিতে সভাপতি পদে দেলোয়ার হোসেন মিয়াজী, সম্পাদক পদে নাঈম সরকারকে নির্বাচিত করা হয়েছে। অপর কমিটিতে মো. শাহজান চৌধুরীকে সভাপতি ও এমএ সাত্তারকে করা হয়েছে সম্পাদক।- দাউদকান্দি প্রতিনিধি

 

দলিল লেখক সমিতি

ময়মনসিংহের ভালুকায় এসআর অফিসের দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতবার ভোটারদের প্রত্যক্ষ ভোটে সাবেক সভাপতি ও উপজেলার ধীতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম পুনরায় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। -ভালুকা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর