সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
চাঁদা না দেওয়ায় মারধর

ব্যবস্থা নিতে এমপির বাড়ির সামনে অবস্থান

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী কামারপাড়া সড়কে চাঁদা না দেওয়ায় ৫৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহ আলমের লোকজন পাঁচ পরিবহন শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন  সাইফুল, হোসেন, মুছা, তুশার ও রফিকুল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর শত শত পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা চাঁদাবাজদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেলের বাড়ির সামনে কিছু সময় অবস্থান নেন। গাজীপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. রশিদ জানান, যুবলীগ নেতা শাহ আলমের নির্দেশে কামারপাড়া সড়কে গাড়ি পার্কিংয়ের জন্য রসিদের মাধ্যমে ট্রাকপ্রতি ৫০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করছে তার লোকজন। চাঁদা না দিলে মারধরের ঘটনা ঘটছে অহরহ। থানায় অভিযোগ করলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ঘটনার দিন চাঁদা নিতে এলে চালকরা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় শাহ আলমের লোকজন তাদের মারধর করেন। শাহ আলম মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, চালকরা আমার লোকজনকে মারপিট করেছে।

সর্বশেষ খবর