সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
মুক্তমনা প্রকাশক হত্যা

বিচার দাবিতে বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

মুক্তমনা প্রকাশক দীপন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, মুক্তমনা প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে হত্যা ও অপর তিনজনকে কুপিয়ে গুরুতর আহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন রংপুরের বিভিন্ন সংগঠনসহ শ্রেণিপেশার মানুষ। রংপুর প্রেসক্লাবের সামনে প্রগতিশীল সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা।  একই দাবিতে জেলা গণজাগরণ মঞ্চ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরাও পৃথক বিক্ষোভ মিছিল করে। সিলেট : কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তারা বলেন, একের পর এক ব্লগার-লেখক ও প্রকাশকদের হত্যা করা হলেও সরকার ঘাতকদের ধরতে ব্যর্থ হচ্ছে। তারা বলেন, উগ্রবাদী গোষ্ঠিকে দমন করা না গেলে একের পর এক হত্যার ঘটনা ঘটতেই থাকবে। বরিশাল : নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গণজাগরণ মঞ্চের সমাবেশে বক্তারা একের পর এক মুক্তমনা লেখক এবং সব শেষ প্রকাশক হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সাতক্ষীরা : মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ছাত্র যুব সংগঠনের ব্যানারে শহীদ আলাউদ্দীন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে মুক্ত বুদ্ধি চিন্তার পথ রুদ্ধ করা হচ্ছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও সরকার নির্বিকার। এতে বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে। বক্তারা অবিলম্বে এ সব হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। মানিকগঞ্জ : প্রেসক্লাবের সামনে সমাবেশে অংশ নেয়  উদীচী, গণজাগরণ মঞ্চ, ঘাতক দালাল নির্র্মূল কমিটি, খেলাঘর, উত্তরণ সহ বিভিন্ন সংগঠন। বক্তারা ঘাতকদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানান। নেত্রকোনা : স্থানীয় শহীদ মিনারের সামনে ছাত্র ইউনিয়ন মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা অতি দ্রুত ব্লগার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর