শিরোনাম
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ট্যাপকলের মাথা ঘোরালেই স্বচ্ছ পানি

জামান আখতার, চুয়াডাঙ্গা

ট্যাপকলের মাথা ঘোরালেই স্বচ্ছ পানি

দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামে আর্সেনিকমুক্ত পানির ট্যাপকল। -বাংলাদেশ প্রতিদিন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামে ট্যাপকলের মাথা ঘোরাতেই বেরিয়ে আসছে আর্সেনিকমুক্ত স্বচ্ছ পানি। সেই পানি দেখে মনের অজান্তেই মুখে হাসি ফুটে উঠছে গ্রামেরই গৃহবধূ মিতা খাতুন, হানেফা বেগমদের। এবার বুঝি বড় দুধপাতিলা গ্রামের মানুষের অভিশপ্ত দিনগুলো শেষ হতে চলেছে। চুয়াডাঙ্গা জেলার সর্বাধিক আসেনিক আক্রান্ত রোগীর গ্রাম বড় দুধপাতিলা। এ গ্রামে বসবাসকারী পরিবারের সংখ্যা ৬২০ আর জনসংখ্যা ২ হাজার ৯৯০। দীর্ঘদিন থেকে এ গ্রামের ৮০ ভাগ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি আতঙ্কের কারণ হয়ে ছিলো। বর্তমানে এ গ্রামের পাঁচ শতাধিক মানুষ আর্সেনিকোসিস রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন গ্রামের কমপক্ষে ২৭ জন। এসব তথ্য জানায় বেসরকারি সংগঠন রিসো। আগামীতে এ গ্রামের মানুষের ভয়াবহতার কথা চিন্তা করেই সংগঠনটি বড় দুধপাতিলা গ্রামবাসীর পাশে দাঁড়ায়। গ্রামবাসীর জন্য আর্সেনিকমুক্ত সুপেয় পানির ব্যবস্থা করে তারা। গ্রামবাসীর দেওয়া জমিতে গড়ে তোলা ওভারহেড ট্যাংকের আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে পাইপ লাইনের মাধ্যমে। রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জানান, প্রথমে বিশেষ ব্যবস্থায় বড় দুধপাতিলা গ্রামে আর্সেনিকমুক্ত পানি পাওয়ার স্থান সন্ধান করা হয়। তারপর গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করে তাদের চিকিৎসার পাশাপাশি আর্সেনিকমুক্ত নিরাপদ পানির জন্য স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিদেশী দাতা সংস্থার মাধ্যমে ৪০ লাখ ৪২ হাজার ৭০০ টাকা ব্যয়ে ওভারহেড ট্যাংক স্থাপন করা হয়। এ ট্যাংকের পানি পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে গ্রামের বাড়ি বাড়ি।

তিনি আরো জানান, বুধবার চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর আনুষ্ঠানিভাবে এ প্রকল্পের দায়িত্ব হস্তান্তর করেন বড় দুধপাতিলা গ্রামবাসীর কাছে।

সর্বশেষ খবর