বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের একটি ক্লিনিকে আনোয়ারা খাতুন (২৯) নামে এক প্রসূতি ও এক নবজাতকের মৃত্যু হয়েছে। অস্ত্রোপচারের সময় চিকিৎকের ভুলে তারা মারা গেছেন এমন দাবি স্বজনদের। আনোয়ারা বীরগঞ্জ উপজেলার বোয়ালমারী গ্রামের নুর জামানের স্ত্রী। মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে মারা যান তিনি। এর আগে বীরগঞ্জ পৌর শহরের ‘বীরগঞ্জ ক্লিনিকে’ অস্ত্রোপাচারের সময় নবজাতকের মৃত্যু হয় এবং গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন আনোয়ারা। বীরগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গর্ভপাত করতে গিয়েমৃত্যু, আটক ৩ : ধাত্রীর বাড়িতে গর্ভপাত করতে গিয়ে বীরগঞ্জে তাহমিনা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তাহমিনা খানসামা উপজেলার বাসুলি সাহাপাড়ার আনোয়ারুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার রাতে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী, ধাত্রী মনোয়ারার ও ধাত্রীর স্বামী মকছেদ আলীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, তাহমিনার লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাতে টহল পুলিশ স্বামী আনোয়ারুল ইসলামকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, শহরের হরিবাসর পাড়ার মকছেদ আলীর স্ত্রী মনোয়ারা মঙ্গলবার বিকালে তাহমিনার গর্ভপাত ঘটানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে মারা যান তিনি। ধাত্রী বলেন, সোমবার তাহমিনা স্বামীসহ আমার বাসায় আসেন। মঙ্গলবার আমি তার গর্ভপাত করি। এরপর রক্তক্ষরণ শুরু হলে হাসপাতালে নিতে বলি। কিন্তু তাহমিনার স্বামী হাসপাতালে নিতে রাজি হননি।

সর্বশেষ খবর