বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কক্সবাজারে ‘গণতন্ত্র অলিম্পিয়াড’

কক্সবাজার প্রতিনিধি

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় কোনো পদ নাই’ এ স্লোগানে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘গণতন্ত্র অলিম্পিয়াড’। শহরের কলাতলীর হোটেল কোস্টাল পীস এর সম্মেলন কক্ষে গতকাল অলিম্পিয়াড সম্পন্ন হয়। এতে কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার হার্ভার্ড কলেজ ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাড়ে তিনশ ছাত্রছাত্রী অংশ নেন। অংশ নেওয়া শিক্ষার্থীদের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুই গ্রুপে ভাগ করে গণতন্ত্র, নির্বাচন, দেশের ইতিহাস ইত্যাদি বিষয়ে ৫০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। দুই গ্রুপেই চ্যাম্পিয়ন হন কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থীরা। ‘গণতন্ত্র অলিম্পিয়াড’-এ অংশগ্রহণকারী সব ছাত্র-ছাত্রীকে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজারের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ, দীলিপ কুমার সরকার, মনজুমন নাহার প্রমুখ।

সর্বশেষ খবর