বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গাজীপুরে বিএনপির ৪৪ নেতা-কর্মী আটক

প্রতিদিন ডেস্ক

গাজীপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাটোর, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, চট্টগ্রাম ও বগুড়ায় গ্রেফতার হয়েছেন বিএনপি-জামায়াতের আরও সাত নেতা-কর্মী। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফাজউদ্দিন আফাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা ও অস্থীতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে পুলিশের ভাষ্য। মঙ্গলবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। নাটোর : জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। নাটোর যুবদলের সাংগঠনিক সম্পাদক এ হাই তালুকদার ডালিম ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাটোর পৌর কাউন্সিলর সদরুল ইসলাম ডাম্বেল নাশকতার মামলায় জামিনের জন্য গতকাল আদালতে যান। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে হাজতে পাঠানোর নির্দেশ দেন। সিরাজগঞ্জ : জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের টুকু ব্রিজ এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেছিল। ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামের রাকিবুল ইসলাম ও চুয়াডাঙ্গার দামুড় হুদার খালিদ হোসেন। বগুড়া : দুপচাঁচিয়া উপজেলা থেকে নাশকতা, ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি শিবিরনেতা আবুল বাসারকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। বাসার শিবিরের সাথী বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম : লোহাগাড়া উপজেলার চুনতি থেকে গতকাল কফিল উদ্দিন ভুট্টো এক যুবকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। কফিল শিবির কর্মী এবং তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

সর্বশেষ খবর