শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চালককে খুন করে অটো ছিনতাই

ভোলায় স্কুলছাত্র খুনের ঘটনায় আটক ২

প্রতিদিন ডেস্ক

পাবনার রামানন্দপুর মেরিল বাইপাস সড়কের পাশের একটি ডোবা থেকে গতকাল বিকালে নাহিদ শেখ নামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নাহিদ আটঘরিয়া উপজেলার মতিঝিল গ্রামের মজনু শেখের ছেলে। পুলিশের ধারণা- ছিনতাইকারীরা নাহিদকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন : পাবনা পৌর এলাকার টাউন হল পাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী অনুপ আগারওয়ালা নিহতের প্রতিবাদে গতকাল শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বুধবার রাত ১১ টার দিকে শহরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অনুপ ওই মহল্লার শ্যাম সুন্দর আগারওয়ালার ছেলে ও আলহাজ সুপার মার্কেটের ব্যবসায়ী।

এদিকে বোরহানউদ্দিনে অপহরণের ৪ দিন পর কামরুল ইসলাম নামের নবম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ময়না তদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হোসেন (৩০) ও আবদুল গফুর (৫০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল আজিজ। কামরুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলার কালির হাট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। কাশিয়ানীতে বৃদ্ধার লাশ : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে সকিনা বেগম (৯৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে কাশিয়ানী উপজেলার বড় পারুলিয়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত লাল মোহাম্মদ মোল্যার স্ত্রী।  মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  (প্রতিনিধিদের পাঠানে তথ্যে প্রতিবেদনটি তৈরি।)

 

সর্বশেষ খবর