শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

তেলের ট্যাংক উল্টে সাত ঘণ্টা যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জের তুমুলিয়া এলাকায় তেলের ট্যাংক, সিমেন্টবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষের পর সড়কে তেলের ট্যাংক উল্টে সাত ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সিলেট, কিশোরগঞ্জ ও নরসিংদীগামী হাজার হাজার যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। রাত ৭টার দিকে তেলের ট্যাংক সরিয়ে নিলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ওই সড়কের তুমুলিয়ার তয়েবা ফিলিং স্টেশনের সামনে যমুনা পেট্রোলিয়ামের তেলবাহী একটি ট্যাংক, সেভেন রিং সিমেন্ট কারখানার ট্রাক ও একটি কভার্ড ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তেলের ট্যাংকটি উল্টে গেলে গেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়তে থাকে যানবাহন। বিকালে যানজট প্রায় ১০ কিলোমিটার ছাড়িয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ট্যাংকটি সরানোর তৎপরতা চালান। ঢাকা থেকে অপর একটি খালি তেলের ট্যাংক এনে তেল অপসারণ করে দুর্ঘটনা কবলিত ট্যাংকটি সরিয়ে নিলে রাত পৌনে ৮টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।  কালীগঞ্জ থানার এসআই  মো. মনিরুল ইসলাম জানান, ট্যাংটি তেলভর্তি হওয়ার কারণে সরাতে সময় লেগেছে। 

সর্বশেষ খবর