শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

না.গঞ্জে কঠিন চীবর দানোৎসব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, ৭১ সালের যুদ্ধ হয়েছিল দেশকে স্বাধীন করার জন্য। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ধ্বংসের চেষ্টা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সেই শক্তিকে রক্ষা করেছে। বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু তৃণমূল থেকে এসে মসনদে বসেছিলেন। তাই তিনি তৃণমূলের ভালবাসা বুঝতেন। কিন্তু কিছু লোক উপর থেকে এসে মসনদে বসায় তারা তৃণমূলের ভালবাসা বোঝেন না। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ বুদ্ধ বিহার আয়োজিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকার মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথোরো। বক্তব্য দেন ড. প্রণব বড়ুয়া, শামীম ওসমান এমপি, ড. কাজী খলীকুজ্জামান, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ। শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আছেন বলেই দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না। দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখনই ষড়যন্ত্রের খেলা শুরু হয়েছে। এ খেলা চলবে। তিনি বলেন দেশে এখন ইসলাম ধর্মকে ব্যবহার করে ইসলামী সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে।

সর্বশেষ খবর