শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

লাইসেন্সবিহীন যানবাহনের ছড়াছড়ি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনে ছেয়ে গেছে কিশোরগঞ্জ। কোনো রকম নিয়মনীতি ছাড়াই দিনের পর দিন অবৈধভাবে চলছে এগুলো। ঢাকাসহ জেলার প্রায় সব সড়কেই চলছে এসব অবৈধ যানবাহন। অনৈতিক সুবিধা পাওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনও এদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিআরটিএ কিশোরগঞ্জ কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় লাইসেন্সকৃত যানবাহনের মধ্যে ৪৪টি বাস, সিএনজিচালিত অটোরিকশা দুই হাজার ৫৮০টি, ছোট প্রাইভেট কার একটি, মাঝারি প্রাইভেট কার দুটি, মাইক্রোবাস তিনটি, ৯ হাজার ১৭১টি মোটরসাইকেলসহ ছোট বড় মিলিয়ে মোট ১২ হাজার ৩৩৭টি। অথচ জেলা সড়ক পরিবহন সমিতির তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন সড়কে শুধু বাস চলছে প্রায় ৩০০। আর মাইক্রোবাস চলছে পাঁচ শতাধিক। পাঁচ হাজারেরও বেশি সিএনজিচালিত অটোরিকশা চলছে। বিআরটিএ কিশোরগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. নূরুজ্জামান বলেন, ডিসেম্বরের আগেই অবৈধ যানবাহন উচ্ছেদ সম্ভব হবে।

সর্বশেষ খবর