মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাতক্ষীরা মেডিকেলে অচলাবস্থা কাটেনি

সাতক্ষীরা প্রতিনিধি

অচলাবস্থা কাটেনি সাতক্ষীরা মেডিকেল কলেজের। ৫০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে ১০ম দিনের মতো গতকালও সকাল থেকে কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা। একই সঙ্গে পূর্ণাঙ্গ হাসপাতালসহ ক্লিনিক্যাল ক্লাস চালু না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষক-কর্মচারীদের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা গেছে।

এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমল কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর