বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর লাশ

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহের মুক্তাগাছায় দোকান কর্মচারী ও জয়পুরহাটে স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নওগাঁ ও শ্রীমঙ্গলে উদ্ধার করা হয়েছে তিনজনের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো খবর

কুমিল্লার দেবিদ্বারের বাগুর গ্রাম থেকে গতকাল আবদুর রশিদ নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাগুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আবদুর রশিদ রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার একই গ্রামের একটি বাড়ির পেছনে তার লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পুরো শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। জয়পুরহাটে স্ত্রীর হাতে স্বামী : ক্ষেতলালে স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে খুন হয়েছেন স্বামী জামিরুল ইসলাম। সোমবার রাতে পুলিশ স্ত্রীর ঘর থেকে স্বামীর লাশ উদ্ধার করে। এ সময় স্ত্রী জোসনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। নিহত জামিরুল আক্কেলপুর উপজেলার জিয়াপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। মুক্তাগাছায় দোকান কর্মচারী : ময়মনসিংহের মুক্তাগাছায় আলী মুর্তুজা নামে এক দোকান কর্মচারীকে খুন করেছে দুর্বৃত্তরা। উপজেলার চেচুয়া বাজারের একটি ভাঙাড়ি দোকানে সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মুর্তুজা উপজেলার মূলবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।  নওগাঁ ও শ্রীমঙ্গলে তিন লাশ উদ্ধার : নওগাঁর পত্নীতলায় উপজেলার সুন্দরপুর ডাঙ্গাপাড়া গ্রামের একটি ধান খেত থেকে ভারতী রানী ও রানীনগর উপজেলার দেউলিয়া গ্রামের ত্রিমোহনী খালে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় মাইক্রোবাস চালক রহিদুল ইসলামের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। রহিদুল বাড়ি সদর উপজেলায়। ভারতী ওই উপজেলার বিরেনের স্ত্রী। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়েল আহমদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর