বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সড়কে প্রাণ গেল চার লেগুনা যাত্রীর

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলে বাস-লেগুনা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় বগুড়ায় তিনজন, নওগাঁয় দুই এবং দিনাজপুরে নিহত হয়েছেন একজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া বাইপাসে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেক্সিচালক দিলীপ (৪৮), উপজেলার শুভুল্যা গ্রামের ছেলে সজল (২২), চড়পাড়া গ্রামের শিমুল (২২) ও সরিষাদাইড় গ্রামের হারাধন সরকার (৩২)। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন। বগুড়ার কাহালু ও শাজাহানপুর উপজেলায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সোনাতলা উপজেলার হেগুনাল গ্রামের মোজাম্মেল হোসেন মোজাম (৫৫) ও মোটরসাইকেল আরোহী নয়ন মিয়া। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। নওগাঁ : আত্রাই ও মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন সামিউল ইসলাম (২৪) রাসেল (৮)। আহতদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। দিনাজপুর : বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কে গতকাল মাইক্রোবাস চাপায় শাহানাজ পারভীন (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শাহনাজ বীরগঞ্জের বৈরাগী বাজার গ্রামের শাহজাহানের মেয়ে ও গোলাপগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর