বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বগুড়া সিটি করপোরেশন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সিটি করপোরেশন, অর্থনৈতিক জোন ঘোষণা, পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন দাবি জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় হুইপ ও বগুড়া সদর আসনের এমপি নূরুল ইসলাম ওমর। বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গতকাল তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে নূরুল ইসলাম ওমর আজ বৃহস্পতিবার বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়াবাসীর মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী তার এ সফরে বগুড়ায় বেশকিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করবেন। যা ইতিমধ্যেই গণমাধ্যমে প্রচার ও প্রকাশ হয়েছে। বগুড়ার সার্বিক উন্নয়নে ইতোপূর্বে হুইপ ওমর জাতীয় সংসদে বেশকিছু দাবি উপস্থাপন করেছেন জানিয়ে বলেন, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত, করতোয়া নদী জরুরি ভিত্তিতে খনন, বগুড়ায় একটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ যানজট নিরসনে শহরে ফ্লাইওভার নির্মাণের দাবি তিনি সংসদে উপস্থাপন করেছেন। এছাড়া বগুড়াকে অর্থনৈতিক জোন ঘোষণা, ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত, বগুড়ায় পূর্ণাঙ্গ বিমান বন্দর নির্মাণসহ ফুটবল স্টেডিয়াম নির্মাণ, করোনেশন স্কুল এবং ভাণ্ডারী উচ্চ বিদ্যালয় দুটি সরকারিকরণেরও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর