শিরোনাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

টাঙ্গাইলে অর্ধদিবস হরতাল আজ

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গ্রেফতারের প্রতিবাদে আজ টাঙ্গাইল শহরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে সংগঠনটি। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের ডাক দেন। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা শহরে এই হরতাল চলবে।

উল্লেখ্য, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গত মঙ্গলবার আটক করা হয়। তবে দুই দিনেও আদালত বা জেলহাজতে পাঠানো হয়নি বলে অভিযোগ করেছে জেলা ছাত্রদল।  - টাঙ্গাইল প্রতিনিধি

 

দুই কারখানাকে জরিমানা

গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে দুটি কারখানাকে গতকাল ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। এর মধ্যে মহানগরের কড্ডা এলাকার কেমিও ইউএসএ নিট ওয়্যার লিমিটেডকে ২২ লাখ এবং টঙ্গীর শিলমুন এলাকার ক্যানকুন ওয়াশিং প্লান্ট কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  - গাজীপুর প্রতিনিধি

 

সেবা

নারায়ণগঞ্জ ফতুল্লা গাবতলী মেনন কবরস্থান সংলগ্ন ময়লা ফেলার অঘোষিত ডাস্টবিনটি আর নেই। সেই স্থানে এখন পথচারীদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে পথচারীদের জন্য বিশ্রামাগার। তৈরি করা হচ্ছে পেপার স্ট্যান্ড। বুধবার বাদ এশা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রজেক্টগুলো উদ্বোধন করা হয়। ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ছিদ্দিকুর রহমান ও এনায়েতনগর প্যানেল চেয়ারম্যান কামরুল হাছানের উদ্যোগে এ প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে।  - নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

আজ থেকে যশোরে  বিশেষ ইজতেমা

যশোরে তিন দিনব্যাপী বিশেষ ইজতেমা শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে উপশহর মাঠসহ তৎসংলগ্ন বাদশাহ ফয়সাল স্কুলমাঠ, উপশহর ঈদগাহ মাঠ, বিরামপুর স্কুলমাঠ ও সারথী টেক্সটাইল মাঠ ইজতেমা উপযোগী করা হয়েছে। মুসলি­দের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।  -নিজস্ব প্রতিবেদক, যশোর

 

গোপালগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন

গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল জেলার শেখ ফজলুল হক মণি অডিটরিয়ামে সম্পন্ন হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি পদে চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক পদে মাহাবুব আলী খান নির্বাচিত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলায় কাজী লিয়াকত আলী লেকু সভাপতি, রফিকুল ইসলাম মিটু সাধারণ, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগে হাসমত আলী সিকদার চুন্নু সভাপতি, স.ম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক, মুকসুদপুর উপজেলায় অ্যাড. আতিকুর রহমান মিয়া সভাপতি, রবিউল আলম সিকদার সাধারণ সম্পাদক, কাশিয়ানী উপজেলায় মোক্তার হোসেন সভাপতি, কাজী জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, টুঙ্গীপাড়া উপজেলায় শেখ আব্দুল হালিম সভাপতি, আবুল বশার খায়ের সাধারণ সম্পাদক, কোটালীপাড়া উপজেলায় অ্যাড. সুভাষ চন্দ্র  জয়ধর সভাপতি, এসএম হুমায়ূন কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। - গোপালগঞ্জ প্রতিনিধি

 

জাল নোট তৈরির  মেশিনসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে জাল নোট তৈরির মেশিন ও এক লাখ টাকা সমপরিমাণ জাল নোটসহ সৌরভ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চান্দগাঁও থানাধীন কাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সৌরভের বাড়ি বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায়।- নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

চার টন কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদরের জোড়পুকুরপাড় এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে চার টন কারেন্ট জাল ও সুতা জব্দ করেছে র‌্যাব। এ সময় সম্রাট নামে এক শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর