বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন পদ্ধতি ঢেলে সাজানো হচ্ছে

উপাচার্য

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, একটি আধুনিক গতিশীল সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার লক্ষ্যে এর পরিচালন পদ্ধতিকে ঢেলে সাজানো হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে সর্বপ্রথম ই-ফাইলিং চালু হতে যাচ্ছে। এ ব্যবস্থা সম্পূর্ণ চালু হওয়ার পর ফাইল চালাচালির আর আবশ্যিকতা থাকবে না। এর ফলে দীর্ঘসূত্রিতার অবসান ঘটবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অফিস প্রধান ও ডেপুটি পর্যায়ের কর্মকর্তাদের ই-ফাইলিং বিষয়ে গতকাল দিনভর এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রো-উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর ই-ফাইলিং ব্যবহার পদ্ধতির বিভিন্ন দিক মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। প্রশিক্ষণার্থী ছাড়াও প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. আসলাম ভূইয়া (প্রশাসান), ট্রেজারার  অধ্যাপক মো. নোমান উর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর