শিরোনাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিল্লাল হত্যায় এক আসামির জবানবন্দি

হত্যার পর নদীতে ফেলে দিই লাশ

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রামে চাঞ্চল্যকর বিল্লাল হত্যার ঘটনা ধামাচাপা দিতে একটি মহল মরিয়া হয়ে উঠেছিল। এ ঘটনাকে কেন্দ্র করে গুঞ্জনই অবশেষে সত্যি হলো। ঘটনার দীর্ঘদিন পর আল আমিন ও জাহাঙ্গীর নামে দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে একজন হত্যার দায় স্বীকার করে গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সিদ্দিকীর আদালতে জবানবন্দিতে জাহাঙ্গীর জানান, তিনিসহ আটজন অমানুষিক নির্যাতন করে হত্যার পর বিল্লাল হোসেনের লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন। পরিবার সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার মিছির আলীর ছেলে বিল্লাল হোসেন (২৮) গত ১৩ এপ্রিল রাতে বাড়ি বড়ালু এলাকায় যাচ্ছিলেন। পথে তার গতিরোধ করে স্থানীয় সাঈদ, দিলবর, আল আমিন, সোহাগ, জাহাঙ্গীরসহ ৭-৮ জন। পরে অস্ত্রের মুখে তাকে একটি ডকইয়ার্ডে নিয়ে হত্যার পর লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন নদী থেকে পুলিশ ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। রূপগঞ্জ থানার ওসি জানান, এ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। রহস্য উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত। ডিএনএ রিপোর্ট পাওয়ার পরই দুজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর