বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ট্যাংকলরি মালিক-শ্রমিকদের সভা

পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা তেল ডিপোর প্রধান ফটকের সামনে গতকাল সমাবেশ করেছে ট্যাংকলরি মালিক ও শ্রমিকরা। সভায় পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ঢাকা মহানগরীতে দিনের বেলা ট্যাংকলরি প্রবেশে নিষেধাজ্ঞা বৃহস্পতিবারের (আজ) মধ্যে প্রত্যাহার দাবি জানান তারা। অন্যথায় রবিবার থেকে সারা দেশে সব ডিপোতে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল লোড-আনলোড বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গোদনাইল পদ্মা ডিপোর সমাবেশে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন পদ্মা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়শনের সভাপতি আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক আলহাজ ফজলুল হক, ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি আবুল মেম্বার, যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন, পদ্মা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মেঘনা শাখার সভাপতি আলহাজ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, শ্রমিক নেতা আবুল হোসেন, জজ মিয়া, মণ্ডল মহিউদ্দিন, সানি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর