বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন গৃহবধূ তপতী রানী দাস। অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তির তিন দিনের মাথায় গতকাল বিকালে তিনি মারা যান। আগুনে তার শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল। নিহত গৃহবধূ কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী গ্রামের সঞ্জয় কুমার দাসের স্ত্রী। তারা গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা দীঘিরপাড় এলাকায় ভাড়া থাকতেন। অগ্নিদগ্ধের ঘটনার পর থেকে সঞ্জয় কুমার পলাতক। নিহতের স্বজনদের দাবি, গত শনিবার রাত ১০টার দিকে স্বামী সঞ্জয় তপতীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তপতী আগুন আগুন বলে চিৎকার করে ঘরের বাইরে এলে অন্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর