শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দলীয় প্রতিপক্ষের হামলায় আ.লীগের ৭ কর্মী আহত

পুলিশের বিরুদ্ধে ভাঙচুর লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দলীয় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের সাত কর্মী আহত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার চকশ্রীরামপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারীদের ধরতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযুক্ত কাউকে না পেয়ে পুলিশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, বুধবার চকশ্রীরামপুর গ্রামের আওয়ামী লীগ সমর্থক হুমায়নের ছেলে নিশানকে দাইপুখুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামশেদের ভাই এনাম মারধর করেন। নিশানের বাবা জমশেদের কাছে এর বিচার দাবি করলে এ নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে জমশেদের বাগবিতণ্ডা হয়। এর জেরে ওইদিন রাতে জমশেদের নেতৃত্বে সন্ত্রাসীরা কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে সাতজনকে কুপিয়ে জখম করে। আহতরা হলেন- সফিকুল, রশিদ, কামরুজ্জামান, আলমগীর, হুমায়ন কবির, বাবু ও ফাতেমা বেগম। তাদের শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই আওয়ামী লীগের সমর্থক। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী অভিযোগ করেন, হামলাকারীদের ধরতে তার বাড়িসহ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সমর্থকসহ নিরীহ লোকের ২০/২২টি বাড়িতে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় কাউকে আটক করতে না পেরে পুলিশ এসব বাড়িতে ভাঙচুর চালায়। লুট করে নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী। শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম পুলিশের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জানান, জমশেদ আলীর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী একই গ্রামের রশিদের বাড়িতে হামলা চালিয়ে সাতজনকে গুরুতর আহত করেছে। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার ও অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। পুলিশের কাছে খবর রয়েছে, কতিপয় ব্যক্তি নিজেদের বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে পুলিশের ওপর মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছেন। দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম আজমল হক বাদশা বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর বাড়িঘর ভাঙচুর হয়নি। 

সর্বশেষ খবর