শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এসিড নিক্ষেপ ও অপহরণ মামলায় যাবজ্জীবন ২

গাইবান্ধা ও সিরাজগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সদর উপজেলায় তরুণীকে এসিড নিক্ষেপের দায়ে আবদুল খালেক (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছর কারাভোগের আদেশ দেওয়া হয়। জেলা ও দায়রা জজ এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদা সুলতানা গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুল খালেকের বাড়ি সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামে। মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামের রাধা রাণীকে (১৭) একই গ্রামের আবদুল খালেক প্রেম নিবেদন করে। রাধা রাণী এতে অস্বীকৃতি জানান। এর কিছুদিন পর ২০০৭ সালের ৬ নভেম্বর রাতে রাধা রাণী ও তার বোন বিউটি নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় খালেক দরজা খুলে এসিড নিক্ষেপ করে। এতে রাধা রাণীর মুখ, বুক ও পিঠ এবং বিউটির ঘাড় ও পিঠের অংশ ঝলসে যায়। এদিকে সিরাজগঞ্জে শিশু অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরুপ কুমার গোস্বামী গতকাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক সদর উপজেলার তেলকুপি পশ্চিমপাড়ার গোলাম বারীর ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর