শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইউসিসিএ নির্বাচন

সশস্ত্র মহড়ায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি প্রার্থীরা

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন লি. (ইউসিসিএ) নির্বাচনে মনোনয়নপত্র জামাদানের শেষ দিন ছিল গতকাল। অভিযোগ উঠেছে, শাসক দলের হস্তক্ষেপ ও সশস্ত্র মহড়ায় এ দিন মনোনয়নপত্র জমা দিতে পারেননি কোনো প্রার্থী। পক্ষপাতিত্ব ও অনিয়মের কথিত অভিযোগে এনে গতকাল সকালে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর স্বপনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৫-৩০ কর্মী  ইউসিসিএ ভবনে প্রবেশ করে বিকাল ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের গালাগাল, অফিস তালা ঝুলানো ও পোড়ানোর হুমকি এবং দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। একপর্যায়ে ভীতসন্ত্রস্থ হয়ে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা অফিস ছেড়ে চলে যান। মনোনয়নপ্রত্যাশী কেউ অফিসে ঢোকার সাহস করেননি। উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি সদর ইউপি চেয়ারম্যান খ.ম. ফাহরিয়া সংগ্রাম আমিনুল অভিযোগ করেন, সমবায় আইনের বিধি বিধান মেনে পুনরায় আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। একই দলের লোক হওয়া সত্বেও রাজনৈতিক কারণে একটি গ্রুপ আমাকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি।

সর্বশেষ খবর