শিরোনাম
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কালীপূজার অনুষ্ঠানে হামলায় চারজন আহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে কালীপূজার অনুষ্ঠান চলাকালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত হামলা চালিয়ে ৭ ভরি রুপা এবং ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। পালিয়ে যাবার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাহারোল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন কাহারোল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আষাড়ু রায় (৫৫), রঞ্জিত দেব শর্মা (৫৭), ধনাই মার্ডি (৬০), কালি মন্দির কমিটির সভাপতি ননী গোপাল দেব শর্শা (৬০)। এদের মধ্যে ননী গোপাল দেব শর্মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৩টায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের উত্তর মহেশপুর কালিরহাট কালিপুজার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। মন্দিরের সেবায়েত উত্তর মহেশপুর গ্রামের হরেন দেব শর্মার পুত্র নৃপেন্দ  দেব শর্মা জানান, কালিপূজা উপলক্ষে মন্দিরে তিন দিনব্যাপী পূজা-অর্চনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার রাত ৩টার দিকে ১০/১২জনের একদল অজ্ঞাত দুর্বৃত্ত হামলা চালিয়ে সাত ভরি রুপা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

সর্বশেষ খবর