শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

যমজ তিন সন্তান নিয়ে বিপাকে দরিদ্র পরিবার

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

যমজ তিন সন্তান নিয়ে বিপাকে দরিদ্র পরিবার

ঝিনাইদহের শৈলকুপায় যমজ তিন শিশু -বাংলাদেশ প্রতিদিন

আট বছর বয়সে সাপের কামড়ে মৃত্যু হয় মেয়ে মীমের। এর এক বছরের মাথায় আবার সন্তান সম্ভাবা হন ঝিনাইদহের শৈলকুপার কুলচারা গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী আলেয়া। গত ১৭ আগস্ট সদর হাসপাতালে আলেয়ার কোলজুড়ে আসে তিন পুত্র সন্তান। কন্যার শোকে পাগলপ্রায় বাবা-মা একসঙ্গে তিন সন্তান পেয়ে আনন্দিতও হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। মতিয়ারের অভাবের সংসার। তিনি মাত্র পাঁচ হাজার টাকার বেতনের সেলসম্যানের চাকরি করেন একটি পরিবেশক প্রতিষ্ঠানে। ভিটেবাড়ি ছাড়া কোনো জমিও নেই। তিন পুত্র সন্তানের ক্ষুধা শুধুমাত্র মায়ের বুকের দুধে নিবারণ হচ্ছে না। কিন্তু যার সংসার ঠিকমত চলে না, তিনি সন্তানদের দুধ কিনে খাওয়াবেন কিভাবে। প্রায়ই ক্ষুধায় কান্নাকাটি করে বাচ্চাগুলো। অসহায় বাবা-মায়ের নীরবে চোখের পানি ফেলা ছাড়া কিছুই যেন করার নেই।

সর্বশেষ খবর