রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রূপগঞ্জে মহিলা লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

সাত জেলায় আরও আট খুন

প্রতিদিন ডেস্ক

নারায়গঞ্জের রূপগঞ্জে মহিলা লীগের এক নেত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। এছাড়া সাত জেলায় খুন হয়েছেন আরও আটজন। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেংরারটেক এলাকায় মহিলালীগ নেত্রী হালিমা বেগম জরিনাকে (৩৫) কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। হালিমার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে গতকাল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হালিমা ওই এলাকার রশিদ পাটুয়ারীর মেয়ে ও উপজেলা আওয়ামী মহিলা লীগের নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। জামালপুর : সরিষাবাড়িতে হাসনা বেগম নামে (৪৮) এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার দক্ষিণপাড়া গ্রামের স্বামীপরিত্যক্তা হাসনাকে শুক্রবার রাতে কুপিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা। কুড়িগ্রাম : ফুলবাড়ীতে ছেলের হাতে বাবা আবুল কাশেম খুন হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। পথচারী ও টহল পুলিশ অভিযুক্ত ছেলে সজিবকে হত্যায় ব্যবহৃত অস্ত্র্রসহ আটক করেছে। মুন্সীগঞ্জ : শ্রীনগরে এক মুদি দেকানিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দোকানি আলামগীরের বাড়ি উপজেলার উত্তর বালাসুর এলাকায়। দিনাজপুর : বোচাগঞ্জে আব্দুল হাকিম নামে এক অটোরিকশা চালকের এবং চিরিরবন্দরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম : কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকা থেকে রুবেল দাশ নামে এক বরফ ব্যবসায়ীর লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। রুবেল বাঁশখালী উপজেলার রামকৃঞ্চ দাশের ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বগুড়া : ধুনট উপজেলার মথুরাপুর-ধানঘরা রাস্তার পাশে খাদুলী গ্রামের চেচিয়ার বিল থেকে অজ্ঞাত গতকাল পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে রয়েছে লুঙ্গি ও পাঞ্জাবি। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলায় ইসরাত জাহান মৌসুমী নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৌসুমী উপজেলার কোড্ডা গ্রামের ইউসুফ খানের স্ত্রী। ঘটনার পর থেকে ইউসুফ পলাতক।

সর্বশেষ খবর