রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কেরোসিন ঢেলে ভাবীকে পুড়িয়ে মারল দুই দেবর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে দুই দেবর কর্তৃক তাদের ভাবীকে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ ইয়াছমিন আক্তার (২৫) এক মেয়ের মা। তিনি জিয়ারকান্দির মোতালেব মিয়ার স্ত্রী। হত্যাকারী দুই দেবরের নাম বাবুল মিয়া ও আলী মিয়া। থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, জিয়ারকান্দি গ্রামের আবদুল মোতালেবের দুই ভাই মাদকাসক্ত বাবুল ও আলীর সঙ্গে তাদের ভাবী ইয়াছমিন আক্তারের প্রায়ই ঝগড়া হতো। এর জেরে মোতালেব মিয়া বাড়িতে না থাকার সুযোগে শুক্রবার দিবাগত রাত ৩টায় ইয়াছমিন আক্তারকে ঘরের পেছনে নিয়ে হাত-পা বেঁধে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন তারা। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এ ব্যাপারে ইয়াছমিনের বাবা ইব্রাহিম মিয়া বলেন, বাবুল ও আলী মাদকাসক্ত ছিলেন। তারা কাজকর্ম করতেন না, এ বিষয়ে কথা বললে ইয়াছমিনকে তারা মারধর করতেন। মোতালেব মিয়া ভাঙাড়ি ব্যবসার কাজে বাড়িতে না থাকার সুযোগে তারা ইয়াছমিনকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরেছেন। তিতাস থানার সেকেন্ড অফিসার শুভ রঞ্জন চাকমা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই মাদকাসক্ত দেবর পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর