রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় শিশু ও স্কুলছাত্রসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

গাজীপুরে লেগুনাচাপায় শিশু এবং লালমনিরহাটে ট্রাক্টরচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এছাড়া রাজশাহী, দিনাজপুর, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, ফরিদপুরের ভাঙ্গা ও ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- গাজীপুর : কালীগঞ্জ বাজার সড়ক এলাকায় লেগুনাচাপায় তাওহীদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাওহীদ কালীগঞ্জ উপজেলার মুনছেদপুর এলাকায় জিতু মিয়ার ছেলে। লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার পানবাড়ী এলাকায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র জাহিদ হোসেন নিহত হয়েছে। জাহিদ ওই এলাকার আজিজার মিয়ার ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রাজশাহী : গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কলেজের বাঁকে ট্রাকচাপায় স্কুলভ্যান চালক টনি নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার সাহাবদিপুর গ্রামে। দিনাজপুর : বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের প্রেমবাজার নামক স্থানে মাইক্রোবাসচাপায় আব্দুল খালেক সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপর এক আরোহী আহত হয়েছেন। চুয়াডাঙ্গা : সদর উপজেলার ভুলটিয়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বুদ্ধিপ্রতিবন্ধী অজ্ঞাত এক যুবক মারা গেছেন। তার গায়ের রঙ শ্যামলা। পরনে ছিল চেক শার্ট ও কালো প্যান্ট। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল চালক ও বেসরকারি সংস্থা পল্লীপ্রগতি সহায়ক সমিতির গোপালগঞ্জ জেলার বৈলতলী ইউনিটের ব্যবস্থাপক আরিফ মোল্লা নিহত হয়েছেন। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আম্বিয়া খাতুন (৩৫)।

সর্বশেষ খবর