রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ডাক্তারের অভাবে এক বছর ধরে সিজার বন্ধ

নেত্রকোনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে  প্রায় এক বছর বন্ধ রয়েছে সিজারিয়ান কার্যক্রম। ফলে প্রসূতি মায়েরা বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে। কেবলমাত্র একজন এনেস্থেসিয়া ডাক্তারের অভাবে এই সংকটের সৃষ্টি বলে জানা গেছে। শহরের মোক্তারপাড়ায় নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র টিকে গর্ভবতী ও প্রসূতি মায়েদের আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য ২০ শয্যায় উন্নীত করা হয়। তাছাড়া নিরাপদ সিজার করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিও সরবরাহ করে সরকার। কিন্তু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে একমাত্র এনেস্থেসিয়া ডাক্তার মাহবুবুর রহমান ২০১৪ সালের ডিসেম্বরে বদলি হন। এরপর তিন মাস সিজার কার্যক্রম বন্ধ থাকে। স্থানীয়দের চাপে পরিবার পরিকল্পনা বিভাগ জেলা পরিষদের সহায়তায় স্বাবলম্বী এনজিওর ডা. মাকসুদুর রহমানকে সপ্তাহে একদিনের জন্য ধার করে এখানে আনেন। এপ্রিল মাস থেকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পুনরায় শুরু হয় সিজারিয়ান কার্যক্রম। কিছুদিন যেতে না যেতেই মাকসুদুর রহমান আসতে অপারগতা প্রকাশ করায় ফের বন্ধ হয়ে যায় সিজার। নেত্রকোনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর