রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত শেখ জাহাঙ্গীর (২৪) মারা গেছেন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। জাহাঙ্গীর বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের শেখ ইসরাফিলের ছেলে। শুক্রবার কালিয়া বাজারে স্থানীয় একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন জাহাঙ্গীরসহ ২৫ জন। ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, প্রতিপক্ষের সশস্ত্র হামলায় আওয়ামী লীগ সমর্থক জাহাঙ্গীর মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেওয়া হয়। বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহত জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ঢাকায় মারা গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিজনকে আটক করেছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর