রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

একই পরিবারের ৭ জনকে অচেতন করে চুরি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বেবাজ গ্রামে একই পরিবারে সাতজনকে অচেতন করে চুরি হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অচেতন সাতজনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতের যে কোনো সময় রান্না ঘরের জানালা ভেঙে দুর্বৃত্তরা হেমায়েত বক্সের ঘরে ঢুকে পরিবারের সাতজনকে অচেতন করে স্বর্ণালঙ্কার, সাতটি মোবাইল ফোন সেটসহ নগদ ৫০ হাজার টাকা চুরি করে নেয়। অচেতন ব্যক্তিরা হলেন, হেমায়েত বক্স, জব্বার বক্স, মুন্না বক্স, তুহিন বক্স, ফাতেমা আক্তার, খাদিজা বেগম ও মনি বেগম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামারুজ্জামান জানান, চেতনানাশক ওষুধ ব্যবহার করে তাদের অচেতন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর