সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগরম গোপালগঞ্জ

আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ

সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায়

সরগরম গোপালগঞ্জ

গোপালগঞ্জে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। গোপালগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অনেকে টাঙিয়েছেন বিল বোর্ড, রাস্তা, দোকানপাট, বাড়িঘরের দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। বিতরণ করা হচ্ছে পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ধরনের লিফলেট। চলছে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় ও আগাম ভোট প্রার্থনা। অনেকেই আমন্ত্রিত অতিথি না হয়েও নিজের পক্ষে সমর্থন আদায় ও ভোটপ্রাপ্তির প্রত্যাশায় যোগ দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে।

এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন হবে দলীয় মনোনয়নে ও দলীয় প্রতীকে। সে কারণে আওয়ামী লীগের মনোনয়ন পেতে উঠে পড়ে লেগেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। অনেকে ঢাকায় ছুটছেন মনোনয়নপ্রাপ্তির আশায়। অনেকে আবার মনোনয়ন পাবেন না বুঝে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কথা আগাম বলে বেড়াচ্ছেন সমর্থকদের কাছে। এখানে আওয়ামী লীগ ছাড়া অন্য দলের কোনো প্রার্থীকে এখন পর্যন্ত মাঠে কোন প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না। মেয়র পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী লেকু, জেলার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদর, জেলা যুবলীগ সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম বি সাইফ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক বিএম আলম সিদ্দিকী, সম্প্রতি আওয়ামী লীগে যোগদানকারী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরারুল হক লিটু। বর্তমান মেয়র রেজাউল হক সিকদার রাজুও নির্বাচনে প্রার্থী হবেন বলে শোনা গেছে।

সর্বশেষ খবর