সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হ্যান্ডকাপসহ ইউপি চেয়ারম্যানের চম্পট অতঃপর গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাতিবান্দা ইউনিয়নের বহুল আলোচিত চেয়ারম্যান নাসির উদ্দিন। গত শুক্রবার  জমি সংক্রান্ত একটি ঘটনায় এলাকার রেজাউল করিম মুকুল ও তার স্ত্রী লাভলী বেগমকে চেয়ারম্যান তার বাড়িতে ডেকে মারপিট করে আটকে রাখেন। পরে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে। এই ঘটনায় ওই দিনই ঝিনাইগাতি থানায় মামলা হয়। ওই মামলায় রবিবার বিকালে পুলিশ নাসির উদ্দিনকে গ্রেফতার করে এক হাতে হ্যান্ডকাপ পরায় বলে জানান প্রতক্ষ্যদর্শী রুহুল আমীন ও পুলিশের সঙ্গে থাকা বাদী রেজাউল করিম। হ্যান্ডকাপ পরা অবস্থায় চেয়ারম্যান পুলিশকে অনুরোধ করে বাড়ি  থেকে শার্ট-প্যান্ট পরার সুযোগ দেওয়ার জন্য। দুজন পুলিশ এ সময় তার সঙ্গে যান হ্যান্ডকাপ পরা অবস্থায় বাড়ি থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চম্পট দেন তিনি। পুলিশ অভিযান চালিয়ে রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর