সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

টঙ্গীতে জোড় ইজতেমা শুরু শুক্রবার

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার শুরু হবে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। এবারও জোড় ইজতেমায় লাখ লাখ মুসলি­ অংশ নেবেন বলে আশা করছেন ময়দানের মুরব্বীরা। ২৪ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমার সমাপ্তি ঘটবে। উপস্থিত মুসলি­দের উদ্দেশে কালেমা, নামায, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও দাওয়াতে তাবলীগের মেহনত এবং ছয় উসূলের মৌলিক বিষয়ের ওপর বিস্তারিত বয়ান করা হবে। ইজতেমা ময়দানের মুরব্বী গিয়াস উদ্দিন বলেন, জোড় ইজতেমার শেষ প্রস্তুতি চলছে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নিরাপত্তা বলয়ে থাকবে জোড় ইজতেমা ময়দান। - টঙ্গী প্রতিনিধি

 

মহিলা লীগ নেত্রী হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেংরারটেক এলাকায় আওয়ামী মহিলা লীগ নেত্রী হালিমা বেগম জরিনা হত্যার ঘটনায় মামলা হয়েছে। জরিনার বাবা রশিদ পাটুয়ারী শনিবার রাতে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। এতে আসামি করা হয় নিহতের দ্বিতীয় স্বামী নুর মোহাম্মদসহ ৪/৫ জনকে। এ হত্যার ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, শুক্রবার রাতে হালিমা বেগম জরিনাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। - রূপগঞ্জ প্রতিনিধি

 

গণপিটুনিতে নিহতদের পরিচয় মিলেছে

ফরিদপুরের চরমাধবদিয়া ও ঈশান গোপালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন- বোয়ালমারী উপজেলার ইয়াসিন ওরফে খোকন, চতর চরকান্দি গ্রামের তুষার মীর, কামারগ্রামের আজিজুর রহমানের ছেলে রাজ হোসেন ও বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সোহেল শেখ। এদিকে চারজন নিহতের ঘটনায় পুলিশ এবং ডাকাতি হওয়া বাড়ির মালিক বাদী হয়ে শনিবার রাতে মামলা দুটি করেন। - ফরিদপুর প্রতিনিধি

 

সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের কুন্ডুবাড়ির মেলায় বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন নিহত ও দগ্ধ হয়েছেন চারজন। বেলুনে গ্যাস ভরার সময় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সিরাজ সরদার। তিনি বেলুন বিক্রি করতেন। আহতরা হলেন সিরাজের দুই ছেলে সুমন সরদার, হৃদয় সরদার, কালকিনির বালিগ্রামের আসলাম খান ও মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার শাহাদাত। - মাদারীপুর প্রতিনিধি

 

কলেজ প্রভাষক গ্রেফতার

বাগেরহাটের মংলায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মংলা কলেজের প্রভাষক আবু ইব্রাহিম শাহ মোহাম্মদ বাকি বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে মংলা থেকে খুলনায় পালিয়ে যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ। বাকি বিল্লাহকে দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। - বাগেরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর