মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল

এসিডের ভয় দেখিয়ে রোগীর মাল ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের কেবিনে ভর্তি থাকা এক রোগীকে এসিড মারার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালের এ ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের কেবিন থেকে ছিনতাইয়ের খবরে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এ ব্যাপরে কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। জানা গেছে, কয়েকদিন আগে গোপালগঞ্জের মুকসেদপুরের শংকর বিশ্বাসের স্ত্রী ঝর্না অপারেশনের জন্য ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ৫০২ নম্বর কেবিনে ভর্তি হন। সোমবার সকাল ৭টার দিকে দুই যুবক ওই কেবিনে ঢুকে হাতে থাকা একটি বোতল দেখিয়ে ঝর্নাকে বলে, এতে এসিড আছে। কথা বললে মুখে এসিড মেরে দেব। যা আছে সবকিছু বের করে দাও। তাদের এমন কথায় ঝর্না ভয় পেয়ে যায়। পরে দুই যুবক ঝর্নার কাছে থাকা পাঁচ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার খুলে নিয়ে যায়। স্বজনরা তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি।

সর্বশেষ খবর