মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কাওড়াকান্দি-শিমুলিয়ায় ৬ ঘণ্টা ফেরি বন্ধ, দুর্ভোগ

মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ঘনকুয়াশার কারণে প্রায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় নদীর দুই পাড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকা পড়া যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। জানা যায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় ছয়টি ফেরি মাঝ নদীতে শতাধিক যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে।

নদীর দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে। কুয়াশা ছাড়াও পদ্মায় নাব্যতা সংকটের কারণে এই রুটে ঝুঁকি নিয়ে চলছে ফেরি। শীত মৌসুমের শুরুতে নদীর পানি হ্রাস পাওয়ায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। মাওয়া বিআইডব্লিউটিসি ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, পানি স্বল্পতার কারণে ফেরিগুলো ঘাটে ভিড়তে ও ছেড়ে যাওয়ার সময় নদীর তলদেশে ঠেকে যাচ্ছে।

এতে ফেরির ইঞ্জিন ও বডির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিআইডব্লিউটিসির মেরিন অফিসার একেএম শাজাহান জানান, পদ্মার পানি প্রতিদিন ৬/৭ সে.মি. হ্রাস পাচ্ছে। শিমুলিয়া অ্যাপ্রোচ ও বেসিন এলাকায় দুটি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে।

সর্বশেষ খবর