মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
মেঘনা-গোমতী সেতু

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অভিযোগ

দাউদকান্দি প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুতে অতিরিক্ত টোল আদায় এবং ওজন পরিমাপ যন্ত্র বন্ধ- এমন খবর বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন দৈনিকে প্রকাশ হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। টোল প্লাজায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের টোল আদায় নীতিমালা লঙ্ঘন করে নিজদের ইচ্ছামত টোল আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে একাধিক গাড়ির মালিক সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

তাতেও অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সর্বশেষ গত ১২ অক্টোবর হানিফ এন্টার প্রাইজের চেয়ারম্যান কফিলউদ্দিন অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌপরিবহন মন্ত্রী শাহজান খানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

সর্বশেষ খবর