শিরোনাম
বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফকিরহাট আওয়ামী লীগ সভানেত্রীর আদেশ মানেনি

বিএনপির ৫০০ জনকে বরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাগেরহাট বিএনপি ও যুবদলের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে দলে টেনে নিল ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এ সময় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শিরিন আক্তার কিসলুসহ দলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়া সফরকালে আলতাফুন্নেছা খেলার মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের নাশকতাকারী অভিহিত করে তাদের আওয়ামী লীগে না নেওয়ার কথা জানান। পাঁচ দিন পার হতে না হতেই তার ওই ঘোষণা উপেক্ষা করল ফকিরহাট আওয়ামী লীগ। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধরা বলছেন, স্বপন দাস মুকুটহীন সম্রাটের মতো কোনো জবাবদিহিতা ছাড়াই দল চালাচ্ছেন। প্রধানমন্ত্রী ও সভানেত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি ফকিরহাটের সুবিধাভোগীদের দলে ভিড়িয়েছেন। স্বপন দাসের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি ও যুবদল থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া পাঁচ শতাধিক নেতা-কর্মীর মধ্যে উল্লেখযোগ্য হলেন লখপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির ফরাজি, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাদের মোড়ল ও ইউনিয়ন যুবদল সভাপতি জাহিদ ইকবাল। স্বপন দাস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা তার স্মরণে আছে। তিনি জানান, যারা যোগ দিয়েছেন তাদের বিষয়ে আগেভাগে যাচাই-বাছাই করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর