বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চেয়ারম্যান একরাম হত্যা মামলার বিচার শুরু

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। গতকাল দুপুরে জেলা দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে এ মামলায় গ্রেফতার ৪২ আসামির মধ্যে ৩৬ জনকে হাজির করা হয়। কোর্ট পুলিশের পরিদর্শক আরিফ ইকবাল জানান, আদালতে আসামি পক্ষের বেশ কয়েকজন আইনজীবী তাদের মক্কেলের জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। একই সময়ে আদালত মামলার চার্জ গঠনের জন্য পরবর্তী তারিখ আগামী ১১ জানুয়ারি ধার্য করেন। মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহম্মদ জানান, সাক্ষী প্রমাণের ভিত্তিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। প্রসঙ্গত, গত বছরের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় দুর্বৃত্তরা একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। হত্যার পর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদি হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ১০০ দিন পর গত বছরের ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। আদালত আড়াই মাস পর গত বছরের ১২ নভেম্বর আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে।  গ্রেফতার হওয়াদের মধ্যে ১৬ জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর